শেরপুরের নকলা উপজেলায় ভূমি সংক্রান্ত নাগরিক সেবা সহজতর করতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ চালু করা হয়েছে। নির্দিষ্ট ফি’র বিনিময়ে সাধারণ মানুষ এখন থেকে সহজেই ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা), জমির নকশা ইত্যাদি সেবা পেতে পারবেন এই কেন্দ্র থেকে। রবিবার ১৩ জুলাই বিকেলে উপজেলা শহরের ভূমি অফিস প্রাঙ্গণে সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, কানগো শেখ আব্দুর রহিম, ভূমি সহকারী কর্মকর্তা হাসানুজ্জামান, উপসহকারী ভূমি কর্মকর্তা নূরল হক, কেন্দ্রের উদ্যোক্তা মহসিন রাকিব প্রমুখ।