শেরপুরে পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটির পরিচিতি সভা

15

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট শুক্রবার দুপুরে শহরের গোপালবাড়ীস্থ গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জীতেন্দ্র চন্দ্র মজুমদার।
সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যসচিব এ বি এম মামুনুর রশীদ পলাশ প্রিয় অতিথি ও যুগ্ম আহবায়ক মো. শফিকুল ইসলাম মাসুদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আয়োজক সংগঠনের সদস্যসচিব সুব্রত চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব দাম, যুগ্ম আহবায়ক প্রদীপ রঞ্জন দে, রাজন চন্দ্র দাস, সদস্য প্রিয়তোষ সরকার, তুষার ভৌমিক, হরিদাস কর্মকার স্বপন, দেবজিৎ পোদ্দার ঝুমুর, নব কুমার সাহা, গোপাল সেনগুপ্ত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বাস করেন। তাই এ দেশের ধর্মীয় সংখ্যালংঘু নাগরিকেরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করতে এবং তাঁদের ধর্মীয় আচার-আচরণ পালন করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে জেলা পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের শতাধিক সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here