ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রার অফিস বৃষ্টির পানিতে নিমজ্জিত

13

ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে বন্যা বিহীন বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে জন দূর্ভোগ সৃষ্টি হয়েছে। বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে অফিসটি নিমজ্জিত থাকে। ফলে জমি ক্রেতা বিক্রেতারা চরম দূর্ভোগের শিকার হয়ে আসছে।

উপজেলার নাগালের মধ্যে সাব-রেজিস্ট্রার অফিসটি থাকার পরও যাতায়াতের রাস্তাটির বেহাল অবস্থায় পরিণত হয়েছে। জমি ক্রেতা বিক্রেতারা হাটু পানি পাড়ি দিয়ে কষ্ট করে অফিসে প্রবেশ করে।

দলিল লেখকরাও পানির উপরে চৌকি বসিয়ে তাদের কাজ কর্ম করতে হচ্ছে। জনসাধারণ প্রশ্ন তুলেছে সাব-রেজিস্ট্রার অফিসে যে পরিমান রাজস্ব আদায় ও ভিন্ন পন্থায় টাকা লেনদেন হয় এরপরও অফিসের বেহাল অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যে কোন পদক্ষেপ গ্রহণ না করায় জমি ক্রেতা বিক্রেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে সাব-রেজিস্ট্রার অফিসার উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়হীনতার অভিযোগ থাকায় কাজটি করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল জানান, সাব-রেজিস্ট্রার অফিসে যাতায়াতের রাস্তাটির বেহাল দশা এ থেকে পরিত্রাণের জন্যে প্রকল্প অনুমোদন হয়েছে। পানি নিস্কাশন ও বৃষ্টি কমলেই অচিরেই রাস্তার কাজ শুরু করা হবে বলে জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here