নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বাজার তদারকি ও মনিটরিং অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
বুধবার (২০ আগষ্ট) দুপুরে পৌরশহরের মধ্য বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয়, ক্ষতিকর রং মিশ্রিত রঙ্গিন চিপস, পিঠা বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। সাথে ছিলেন উপজেলা স্যানেটারী কর্মকর্তা সুলতান মাহমুদসহ পুলিশ সদস্যবৃন্দ।
অভিযানে নালিতাবাড়ী পৌরশহরের মধ্য বাজারে বিসমিল্লাহ বেকারিকে ৫ হাজার টাকা, আজিজ স্টোরকে ৫ হাজার টাকা, মাওলানা স্টোরকে ১ হাজার টাকা ও রসের মিস্টিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।