Saturday, July 26, 2025
spot_img
Home শেরপুর নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

9

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে হুমায়ুন নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌরশহরের আমবাগান মহল্লার ভোগাই নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিএনজি চালক পাশ্ববর্তী নকলা উপজেলার দুকুরিয়া গ্রামের ফুল মাহমুদের পুত্র হুমায়ুন।

এর আগে একই দিন দুপুরে ওই নদীর আড়াইআনী বাজার ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার ব্যবহৃত মুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করা হয়। সিএনজিটির রেজিষ্ট্রেশন নাম্বার ময়মনসিংহ থ-১১-৩৮৯৯।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ভোগাই নদীর চেয়ারম্যান বাড়ি ঘাটে একটি সিএনজি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সিএনজির কোন মালিক বা চালককের সন্ধান না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ নিয়ে অনুসন্ধান শুরু করে থানা পুলিশ। এক পর্যায়ে বিকেলে পৌরশহরের আমবাগান মহল্লার ভোগাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হুমায়ুনের স্ত্রী ঝর্না খাতুন বলেন, আমার স্বামী গত শনিবার রাত ১০ টায় বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হয়। এরপর রবিবার আছরের দিকে ১ বার কথা হয়েছে। তখন আমার স্বামী জানিয়েছে সে নকলা আছে। এরপর থেকে তার মোবাইল বন্ধ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোগাই নদীতে লাশ ভেসে থাকার খবর পেয়ে এখানে এসেছি।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here