সমালোচনার মুখে ২ দিনের মাথায় এনসিপির নালিতাবাড়ী উপজেলা কমিটি বাতিল

8

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে। গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লিখুন মিয়া।

জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে উত্থাপিত আপত্তি, ভুল তথ্য এবং অনিচ্ছাকৃতভাবে কিছু ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ায় কমিটি বাতিল করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে এই কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটিতে সরকারি চাকরিজীবী, অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং যাঁরা সম্মতি দেননি—এমন ব্যক্তিদের নাম থাকায় বিতর্কের সৃষ্টি হয়। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এর তীব্র সমালোচনা হয়।

কমিটিতে নাম আসায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সামিয়া সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী। তিনি অভিযোগ করেন, তাঁর সম্মতি না নিয়েই নাম ও মুঠোফোন নম্বর ব্যবহার করা হয়েছে, যা তাঁকে চরমভাবে বিব্রত করেছে।

এ ছাড়া গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহম্মেদকে প্রধান সমন্বয়কারী করার বিষয়ে সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠে। সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা রাজনৈতিক দলে সম্পৃক্ত হতে পারেন না। অন্যদিকে কমিটিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাধিক কর্মীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

সমালোচনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে গতকাল জেলা কমিটি মৌখিকভাবে নালিতাবাড়ী উপজেলা কমিটি বাতিল ঘোষণা করে। তবে এখনো নতুন কমিটি গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লিখুন মিয়া প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের ও সম্মতি না থাকা লোকেদের অন্তর্ভুক্ত করে কমিটি করার বিষয়টি আমরা জানতে পেরেছি। এ নিয়ে নানা আলোচনা হচ্ছে। আঞ্চলিক তত্ত্বাবধায়কের নির্দেশে গতকাল ফেসবুকে পোস্ট দিয়ে নালিতাবাড়ী উপজেলা কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। পরে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে, যেন আর কোনো বিতর্ক না থাকে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here