পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। তাঁর গানের কথা সহিংসতা ও মাদক গ্রহণে তরুণ প্রজন্মকে উসকে দেয়, এই অভিযোগে ভারতের নানা প্রান্তে তাঁর কনসার্ট নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। সবশেষ দিন দুই আগে তাঁর সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী থাকায় এটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তবে এবার দিলজিৎ খবরের শিরোনাম ইতিবাচক কারণে।
কানাডার টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির (টিএমইউ) পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন দিলজিৎ। এই নতুন কোর্স শুরু হবে ২০২৬ সালের শেষ দিকে, ফল সেশনে। এটি পড়ানো হবে টিএমইউর ‘দ্য ক্রিয়েটিভ স্কুল’–এর অধীন। টরন্টোর বার্ষিক সংগীত ও আর্টস ফেস্টিভ্যাল বিলবোর্ড সামিটে এটি ঘোষণা করা হয়।

বিলবোর্ডের প্রতিবেদনে বলা হয়, কোর্সটি দিলজিতের কাজের ‘সাংস্কৃতিক, সংগীত ও প্রবাসীদের প্রাসঙ্গিকতা’ বিশ্লেষণ করবে। এই পাঠ্যসূচির বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি, তবে এটি কালচারাল স্টাডিজ, মিউজিকোলজি, মিডিয়া অ্যান্ড রিপ্রেজেন্টেশনের অধীন পড়ানো হবে বলে জানা গেছে।
টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির দ্য ক্রিয়েটিভ স্কুলের সহকারী অধ্যাপক চার্লি ওয়াল-অ্যান্ড্রুজ বলেন, ‘টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি দিলজিৎ দোসাঞ্জের ওপর একটি কোর্স শুরু করতে আগ্রহী। তাঁর ক্যারিয়ার সংস্কৃতি, নিজস্বতা ও বিশ্বব্যাপী সংগীত উদ্যোক্তার মিশ্রণ। তাঁর উত্থান প্রমাণ করে যে পাঞ্জাবি সংগীত কীভাবে বিশ্বব্যাপী সাংস্কৃতিক প্রভাব ও অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করেছে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে কীভাবে আঞ্চলিক সুর বিশ্বব্যাপী পপ সংস্কৃতিকে গঠন করে। প্রবাসীদের একত্র করে কীভাবে মৌলিক টেকসই সৃজনশীল অর্থনীতি তৈরি হয়, সেটা বোঝাও এই কোর্সের উদ্দেশ্য।’

রিপল ইফেক্টস স্টুডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা সোনালি সিং ছিলেন দিলজিৎ দোসাঞ্জের সাবেক ম্যানেজার। ১০ বছর ধরে তিনি দিলজিতের সঙ্গে কাজ করেছেন। টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির পাঠ্যসূচিতে দিলজিতের অন্তর্ভুক্তি নিয়ে তিনি বলেন,‘একজন শিল্পী হিসেবে দিলজিৎ দোসাঞ্জকে ঘিরে একটি কোর্স তৈরি করা সত্যিই সম্মানের। তাঁর যাত্রা কেবল বাণিজ্যিক সাফল্যের গল্প নয়। এটি সাংস্কৃতিক গর্ব, সৃজনশীল স্বাধীনতা এবং পাঞ্জাবি ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের জন্য বিশ্বব্যাপী প্রতিনিধিত্বের প্রতীক। একাডেমিক পরিসরে তাঁর প্রভাবকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া দেরিতে হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দিলজিৎ একেকটি মাইলফলকের মাধ্যমে পুরো সংগীতশিল্পকে পরিবর্তন করছেন।’

কে এই দিলজিৎ
২০০২ সালে সংগীত ক্যারিয়ার শুরু করেন দিলজিৎ দোসাঞ্জ। একাধিক জনপ্রিয় পাঞ্জাবি অ্যালবাম যেমন ‘স্মাইল’, ‘দোসতান’, ‘বেখেয়ালি’র মাধ্যমে তিনি শ্রোতাদের কাছে পরিচিতি পান। ২০২০ সালে প্রকাশিত তাঁর ১১তম অ্যালবাম ‘জিওএটি’ প্রকাশের পর দিলজিৎ প্রথমবারের মতো ‘বিলবোর্ড সোশ্যাল ৫০ চার্ট’-এ প্রবেশ করেন।
সংগীতের পাশাপাশি অভিনয়জগতে দিলজিৎ সমানভাবে সফল। একের পর পাঞ্জাবি হিট সিনেমা করেছেন। বলিউডে তিনি পরিচিতি পান ‘উড়তা পাঞ্জাব’, ‘গুড নিউজ’ দিয়ে। তবে গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলীর ‘অমর সিং চামকিলা’ তাঁকে সমালোচকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা এনে দেয়। আততায়ীর গুলিতে নিহত বিতর্কিত পাঞ্জাবি গায়ক অমর সিং চামকিলার বায়োপিকে প্রধান চরিত্রে দেখা যায় তাঁকে।
২০২৩ সালে দিলজিৎ ইতিহাস সৃষ্টি করেন। বিশ্ববিখ্যাত কোচেলা উৎসবে পারফর্ম করেন দিলজিৎ। তিনি ছিলেন প্রথম পাঞ্জাবি ও ভারতীয় গায়ক, যিনি এই বিশ্বমঞ্চে সরাসরি পারফর্ম করেন। তাঁর পারফরম্যান্সে ছিল পাঞ্জাবি বিট, লোকসংগীত ও আধুনিক সংগীতের এক অনন্য মিশ্রণ, যা বিশ্বব্যাপী ভক্তদের অভিভূত করে। চলতি বছর মেট গালা উৎসবে অংশ নিয়েও আলাদা করে নজর কাড়েন ৪১ বছর বয়সী এই গায়ক অভিনেতা।
‘চামকিলা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
ভারত-কানাডা সম্পর্ক
কানাডা-ভারত কূটনৈতিক সম্পর্ক অনেক দিন থেকেই খারাপ হচ্ছিল সে দেশে বসবাসকারী ‘খালিস্তানপন্থী শিখ নাগরিকদের দৌরাত্ম্যের দরুন’। ভারত মনে করছে, কয়েক বছর ধরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী ট্রুডো ভারতবিরোধিতার যে নজির রেখে চলেছেন, তার মূল উদ্দেশ্য সে দেশে বসবাসকারী শিখ সম্প্রদায়ের সমর্থন। ওই সম্প্রদায়ের একটি অংশের মধ্যে খালিস্তানপন্থীদের প্রভাব যথেষ্ট। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্কের যখন অবনতি হয়েছে, তখন একজন পাঞ্জাবি গায়ককে কানাডার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার খবর যথেষ্ট কৌতূহল তৈরি করেছে।

কনসার্ট নিয়ে বিতর্ক
গত বছর দিলজিতের গান নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, তিনি গানে গানে মাদকের প্রচার করেন। গত বছর হায়দরাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দিল-লুমিনাটি কনসার্ট। আর তার আগে তেলিঙ্গানা সরকারের পক্ষ থেকে নোটিশ পেয়েছিলেন দিলজিৎ। নোটিশ পেয়েছিলেন অনুষ্ঠানের আয়োজকেরাও। নোটিশে বলা হয়েছিল, দিলজিৎ যেন কোনোভাবেই এই কনসার্টে এমন কোনো গান না করেন, যাতে অ্যালকোহল, ড্রাগ কিংবা হিংসার প্রচার করা হয়েছে। এর আগেও এমন কিছু গান নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন দিলজিৎ। পরে চাপের মুখে নিজের গানের কথা বদলে ফেলেন গায়ক।
দিলজিৎ দোসাঞ্জ। গায়কের ইনস্টাগ্রাম থেকে
পাকিস্তানি শিল্পী নিয়ে নতুন বিতর্ক
এবার বিতর্ক শুরু হয়েছে দিলজিৎ দোসাঞ্জের নতুন হরর-কমেডি ছবি ‘সরদারজি-৩’ নিয়ে। কারণ, সিনেমাটির নায়িকা পাকিস্তানের হানিয়া আমির। গত রোববার দিলজিৎ নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন। সঙ্গে এ-ও জানিয়েছেন, সিনেমাটি কেবল ভারতের বাইরেই মুক্তি পাবে। নিজের ইনস্টাগ্রাম পেজে ট্রেলারটি শেয়ার করে দিলজিৎ লিখেছেন, ‘সরদারজি-৩’ সিনেমাটি ২৭ জুন শুধু বিদেশে মুক্তি পাচ্ছে। পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে ছবিটি ভারতে মুক্তি পাবে না।