বিতর্কিত এই ভারতীয় গায়ককে নিয়ে কোর্স চালু করছে কানাডার বিশ্ববিদ্যালয়

8

পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। তাঁর গানের কথা সহিংসতা ও মাদক গ্রহণে তরুণ প্রজন্মকে উসকে দেয়, এই অভিযোগে ভারতের নানা প্রান্তে তাঁর কনসার্ট নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। সবশেষ দিন দুই আগে তাঁর সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী থাকায় এটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তবে এবার দিলজিৎ খবরের শিরোনাম ইতিবাচক কারণে।
কানাডার টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির (টিএমইউ) পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন দিলজিৎ। এই নতুন কোর্স শুরু হবে ২০২৬ সালের শেষ দিকে, ফল সেশনে। এটি পড়ানো হবে টিএমইউর ‘দ্য ক্রিয়েটিভ স্কুল’–এর অধীন। টরন্টোর বার্ষিক সংগীত ও আর্টস ফেস্টিভ্যাল বিলবোর্ড সামিটে এটি ঘোষণা করা হয়।

বিলবোর্ডের প্রতিবেদনে বলা হয়, কোর্সটি দিলজিতের কাজের ‘সাংস্কৃতিক, সংগীত ও প্রবাসীদের প্রাসঙ্গিকতা’ বিশ্লেষণ করবে। এই পাঠ্যসূচির বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি, তবে এটি কালচারাল স্টাডিজ, মিউজিকোলজি, মিডিয়া অ্যান্ড রিপ্রেজেন্টেশনের অধীন পড়ানো হবে বলে জানা গেছে।

টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির দ্য ক্রিয়েটিভ স্কুলের সহকারী অধ্যাপক চার্লি ওয়াল-অ্যান্ড্রুজ বলেন, ‘টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি দিলজিৎ দোসাঞ্জের ওপর একটি কোর্স শুরু করতে আগ্রহী। তাঁর ক্যারিয়ার সংস্কৃতি, নিজস্বতা ও বিশ্বব্যাপী সংগীত উদ্যোক্তার মিশ্রণ। তাঁর উত্থান প্রমাণ করে যে পাঞ্জাবি সংগীত কীভাবে বিশ্বব্যাপী সাংস্কৃতিক প্রভাব ও অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করেছে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে কীভাবে আঞ্চলিক সুর বিশ্বব্যাপী পপ সংস্কৃতিকে গঠন করে। প্রবাসীদের একত্র করে কীভাবে মৌলিক টেকসই সৃজনশীল অর্থনীতি তৈরি হয়, সেটা বোঝাও এই কোর্সের উদ্দেশ্য।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here