নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে এবার একটি পোষা বিড়ালকে সিজারিয়ান অপারেশন করে ৪টি ছানা প্রসব করানো হয়েছে। মানুষের মতো সিজার করে বিড়ালের বাচ্চা হওয়ার ব্যতিক্রমী এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কাকরকান্দী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নিয়ামুল কাউসারের বাড়িতে।
গত সোমবার (১৪ জুলাই) তার নিজ বাড়িতে পালিত ওই বিড়ালটিকে সিজার করে ৪টি বাচ্চা প্রসব করানো হয়।
পরে তিনি জরুরী ভিত্তিতে শেরপুর জেলা শহরে ভেটেরিনারী সার্জনের কাছে নেওয়ার পরামর্শ দেন। ওই দিন রাত ১ টার দিকে চেয়ারম্যান নিয়ামুল কাউসার শেরপুর ভেটেরিনারী সার্জন ডাক্তার মো. সুমন মিয়ার কাছে নিয়ে গেলে তিনি প্রায় ৩ ঘন্টা যাবত পরিশ্রম করে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চারটি বাচ্চা প্রসব করান। এরমধ্যে তিনটি বাচ্চা বাদামী রং এর ও একটি কালো রং এর। বর্তমানে বিড়ালের বাচ্চা ও তার মা সুস্থ আছে।
এ বিষয়ে কমিউনিটি এক্সটেনশন এজেন্ট (সিইএ) মোস্তফা কামাল বলেন, আমি বিড়ালের মালিক চেয়ারম্যান নিয়ামুল কাউসারের বাড়িতে প্রতিদিন গিয়ে খোঁজখবর নিচ্ছি ও চিকিৎসাসেবা দিচ্ছি। বর্তমানে প্রসুতি মা বিড়াল ও তার চারটি ছানা সুস্থ আছে। ব্যতিক্রমী এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।