নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে কিচেন ভর্তি গ্যাসে আগুন ধরে গিয়ে ঝলসে গেছেন সত্তর উর্ধ রহিমা খাতুন নামে এক নারী। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু এবং বর্তমান পুলিশ সুপার মোকলেছুর রহমান রিপন এর মা।
রোববার (২০ জুলাই) বিকেল পৌণে পাঁচটার দিকে শহরের কাচারীপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, বিকেল পৌণে পাঁচটার দিকে রহিমা খাতুন তার ছোট ছেলের রান্না ঘরে ঢুকে গ্যাসের চুলা চালু করেন। আগে থেকেই লিকেজ দিয়ে দরজা-জানালা বন্ধ পুরো রান্নাঘর গ্যাসে ভরে থাকায় সাথে সাথেই আগুন ধরে যায়। একপর্যায়ে গ্যাস ও আগুনের চাপে রান্না ঘরের কাঠের দরজা ফেটে গেলে চিৎকার করে তিনি কোনমতে বের হন। পরে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ নিয়ে যান।
নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহাদ রহমান জানান, শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক।

