মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

3

নিজস্ব প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও ভলিবল বিতরণ করা হয়েছে। ২০ জুলাই রবিবার রাতে পৌরসভার পূর্ব তাতিহাটি আটাকান্দা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় কোরআন শরীফ ও ভলিবল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী সরকারী কলেজের সহকারী অধ্যাপক রেজুয়ানুল হক, রিফাত আহমেদ, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রঞ্জু, শ্রীবরদী পৌরসভার সাবেক কাউন্সিলর মহির উদ্দিন প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, আমি এই মাদ্রাসায় এসে নিজেকে ধন্য মনে করছি। কারণ এখানে জান্নাতের পাখিগুলো রয়েছে। আজ থেকে জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মাদ্রাসার গরিব অসহায় শিক্ষার্থীদের দায়িত্ব নিলাম, তাদের পড়াশোনা ও চিকিৎসার খরচ জনকল্যাণ ফাউন্ডেশন বহন করবে। আর এই মাদ্রাসায় আসার যে রাস্তাটি সামনের জুন মাসের আগেই আমরা করে দিব। এ সময় তিনি সকলের কাছে সহযোগিতা চান যাতে মানুষের সেবা করতে পারেন। আলোচনা সভা শেষে ১৪ জন মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে ১৪ টি কোরআন শরীফ ও একটি ভলিবল বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here