ঝিনাইগাতীতে জুলাই পুনজাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ

1

ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সারা দেশের ন্যায় আজ শনিবার সকালে উপজেলার হল রুমে জুলাই পুনজাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে ভার্চুয়ালে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজ সেবা ও মহিলা বিষয়ক অফিসের বাস্তবায়নে জুলাই/আগস্টে ও সম্প্রতি বিমান দূর্ঘটনায় নিহতের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে ভার্চুয়ালে আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ করানো হয়। সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানির সভাপতিত্বে সহকারী শিক্ষক রোস্তুম আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আরম রাসেল।

আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, ওসি তদন্ত রবিউল আজম প্রমুখ। অনুষ্ঠানে সাধারণ জনতা, সাংবাদিক, জুলাই ছাত্র নেতা সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে জুলাই পুনজাগরণ উপলক্ষে সেবা মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আশরাফুল আলম রাসেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here